রবিবার চৌরিঙ্গিতে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ।রথে চড়ে সেখানে পৌঁছন তিনি। সেখানে গিয়ে বক্তিতা রাখতে গিয়ে তিনি বলেন,'অপেক্ষা করুণ,ভোটের আগে তৃণমূল দলটি পুর ভেঙে যাবে। প্রতিদিনই দিদির দলের লোকেরা বলছে,আমরা বিজেপিতে আসব।আমাদের পার্টি অফিসের সামনে তৃণমূল দলের নেতাদের লাইন পড়ছে। প্রতিদিন আমার কাছে বড় বড় তালিকা আসছে। আমরা দেখছি কি করবো।'যদিও তৃনমূল সাংসদ সৌগত রায় দিলীপ ঘোষ কে কটাক্ষ করে বলেন,'তৃনমুলের যত খারাপ নেতা ,তাদের ঠাঁই হচ্ছে বিজেপিতে। এ রাজ্য ৯৯ টি আসন পেরতে পারবে না বিজেপি।'
আরও পড়ুন:'মৃত্যুবরণ করবেন মমতার ভাইপো'-কেন বললেন?
একটি মন্তব্য পোস্ট করুন